সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সামনে নির্বাচন। ভেদাভেদ ভুলে গিয়ে দলের স্বার্থকে ঊর্ধ্বে রেখে সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষ হয়ে আমাদের কাজ করতে হবে। তিনি গতকাল (শনিবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আয়োজিত চমেক ছাত্রলীগের সহযোদ্ধা সম্মেলন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মেয়র আরও বলেন, বিএনপি-জামায়াত শিবিরের অনেকেই এখন আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে। তারা নির্বাচনে আওয়ামী লীগের টোকেন নিয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু মনে রাখবেন তাদের নীতির কিন্তু কোনরূপ পরিবর্তন হয়নি। এসব বর্ণচোরাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের নেতাকর্মীদের সতর্ক অবস্থান নিতে হবে।
সম্মেলনে চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রাম শাখা সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, অধ্যাপক মনোয়ারুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মেয়র চমেক শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন। ওয়াসিম সাজ্জাদ রানাকে সভাপতি এবং হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।
সম্মেলনে মেয়র বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ধারাকে পেছনে দিকে ঘুরিয়ে দেয়া হয়েছিল। তা থেকে আজো বেরিয়ে আসতে পারেনি জাতি। আমরা আশান্বিত। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন প্রজন্ম ঘুরে দাঁড়িয়েছে।
স্মার্ট কার্ড বিতরণ
গতকাল নগরীর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়। এ কার্যক্রম পরিদর্শনে যান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি গোসাইলডাঙ্গা ওয়ার্ডে বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঘুরে ঘুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ প্রত্যক্ষ করেন। এ সময় গোসাইল ডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌসী আকবরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন