অনেক অভিভাবক তাদের সন্তানদের পড়ালেখা শেষ হওয়ার আগেই তাদের হাতে স্মার্টফোন দিয়ে দেন। ফলে তারা পড়ালেখা বাদ দিয়ে সারাক্ষণ মোবাইল ফোনে আসক্ত হচ্ছে। পরীক্ষার সময়টাতে আসক্ত থাকে। পরীক্ষার ফল বের হলে দেখা যায়, তারা পরীক্ষায় খারাপ ফল করে। অভিভাবকের উচিত, তাদের হাতে স্মার্টফোন না দিয়ে বই তুলে দেওয়া। তাহলেই তারা পরীক্ষায় ভালো ফল করবে। মানুষ হবে। তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পেছনে অভিভাবকরাই দায়ী। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যদি মোবাইল ফোন ব্যবহার না করে, তাহলে কেমন হয়- এটা বেশিরভাগ অভিভাবকের মুখে শোনা যায়। তাদের এটা ভাবা উচিত যে, এই অল্প বয়সী ছেলেমেয়েদের হাতে যদি বইয়ের পরিবর্তে স্মার্টফোন তুলে দেওয়া হয়, তাহলে তারা পড়ালেখা বাদ দিয়ে বিভিন্ন খারাপ কাজে সময় ব্যয় করবে বা লিপ্ত হবে। তাই প্রত্যেক অভিভাবকের উচিত-তাদের স্কুল, মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের হাতে স্মার্টফোনের পরিবর্তে বই তুলে দেওয়া, যাতে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ জীবন আলোকিত করতে পারে।
চাঁদপুর সরকারি কলেজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন