পাবনায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা ঈশ্বরদী ও লালমনির হাট চলাচলকারী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেন থেকে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে নামার সময় আল আমিন সেখ (২২) ঐ ট্রেনের নিচে আজ বুধবার সকাল ৮টার দিকে কাটা পড়ে নিহত হন। তিনি ঈশ্বরদী উপজেলার বাঘাইল সরদার পাড়া গ্রামের আব্দুর রকিব খাঁনের পুত্র।
নিহত আল আমিন কাঠ মিস্ত্রীর কাজ করতেন। লালমনিরহাটগামী ট্রেনটি ঈশ্বরদী বাইপাসে স্টপেজ না থাকায় আল আমিন চলন্ত ট্রেন থেকে নামতে গেলে এই দুর্ঘটনাটি ঘটে বলে আত্মপক্ষ সমর্থনে বলেছেন, পাকাশী রেলওয়ের কর্মকর্তা শহীদুল ইসলাম। ঈশ্বরদী জিআরপি ওসি সুবির দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে যে সকল ট্রেনের স্টপেজ সিডিউিল আছে , সেই ট্রেন্রে এত অল্প সময় বিরতি দেয় ,তাতে মহিলাসহ যাত্রীদের ব্যাগ-ব্যাগেজ নিয়ে নামার জন্য খুব অসুবিধা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন