জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে উপস্থিত হয়েছেন
বিএনপি নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদসহ কয়েকজন নেতাকে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। বেলা তিনটার দিকে তারা সমবেশেস্থলে আসেন। এসময়
বিএনপির কর্মীদের সেখানে স্লোগান দিতে দেখা যায়।
এদিকে দুপুরের পর থেকে সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেন। জাতীয় ঐক্য প্রক্রিয়া ছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হয়েছেন। মহানগর নাট্যমঞ্চের অডিটোরিয়ামে মুল আয়োজন হলেও বাইরেও বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন।
মন্তব্য করুন