রাজধানীর শাহবাগে ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের গুলিতে দুই যুবক আহত হয়েছেন।
মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে শাহবাগ শিখা চিরন্তনসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। আহত যুবকদের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধরা হলেন- বিল্লাল হোসেন কবির (৩৫) ও সালমান (২৮)। তারা নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকার বাসিন্দা।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, রাত দেড়টার দিকে মোটরসাইকেলে ওই দুই ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ বিষয়টি টের পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনসংলগ্ন রাস্তায় বেরিকেড দিয়ে তাদের গতিরোধ করার চেষ্টা করে।
এ সময় ওই দুই যুবক চাপাতি ও পিস্তল বের করে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে দুই ছিনতাইকারীর পায়ে গুলি লাগে।
তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, মোটরসাইকেল, চাপাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন