প্রযুক্তির সাম্রাজ্যে বাংলাদেশের সবকিছু যখন লাফিয়ে লাফিয়ে ওপরে উঠছে, বাংলাদেশের এনটিআরসিএর কার্যক্রম তখন দিন দিন চুপসে পড়ছে। মনে হয় প্রযুক্তির কোনো ছোঁয়াই লাগেনি এনটিআরসিএতে। মানুষ গড়ার কারিগর হলো শিক্ষক সমাজ। সেই শিক্ষক সমাজের কার্যক্রমের দেখভালের দায়িত্বে নিয়োজিত এনটিআরসিএ কর্তৃপক্ষ। মহান ব্যক্তিদের দায়িত্বে নিয়োজিত এনটিআরসিএ কর্তৃপক্ষের কার্যক্রম এতটাই দুর্বল যে, তা ভাষায় প্রকাশ করা যায় না। প্রযুক্তির যুগে এটা মেনে নিতে কষ্ট হয়। এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি সনদ উত্তোলনের জন্য দরখাস্ত দিয়ে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস অপেক্ষা করতে হয়, তবুও সনদ মেলে না। ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম যদি এতটাই ঢিলেঢালা হয়, তাহলে বাংলাদেশ কোনো ডিজিটালের আওতায় পড়ে বলে আমার মনে হয় না। এনটিআরসিএ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, মানুষ গড়ার কারিগরদের প্রতি অমানবিক আচরণ করবেন না। হয়রানির হাত থেকে রক্ষা করে এনটিআরসিএকে কলঙ্কমুক্ত রাখুন।
মো. আজিনুর রহমান লিমন
ডিমলা, নীলফামারী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন