আগামী ১ অক্টোবর মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসর। গ্রæপ পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। দু’টি সেমিফাইনাল কক্সবাজারে অনুষ্ঠিত হওয়ার পর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল। জাতির জনকের নামের এই টুর্নামেন্টে বাড়তি উন্মাদনা আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যার অংশ হিসেবে আজ সারাদেশ ব্যাপী র্যালি অনুষ্ঠিত হবে। বাফুফে ইতোমধ্যে প্রত্যেক ডিএফএ’কে দশ হাজার টাকা ও ব্যানার পাঠিয়ে দিয়েছে। শোভাযাত্রা হবে রাজধানী ঢাকাতেও। দুপুরের পর মতিঝিলস্থ বাফুফে ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে পল্টন মোড় ঘুরে শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় এসে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার রাজধানীর শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন। এই শোভা যাত্রায় কন্ঠ শিল্পি মমতাজের থিম সংয়ের সঙ্গে বাজবে ঢাক, ঢোল, বাঁশিও। ক্যারাভান, ব্যানার, টুর্নামেন্টে অংশ নেয়া দেশগুলোর পতাকাও থাকবে শোভা যাত্রায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন