শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নতুন-পুরাতন অংশীদারগণ মুখোমুখি

সখিপুর বনবিভাগে দুর্নীতি

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

টাঙ্গাইল বনবিভাগের বহেড়াতলী রেঞ্জের সদর বিটের সীমাহীন অনিয়ম-দুর্নীতির কারনে বর্তমানে সামাজিক বনায়নের পুরাতন-নতুন অংশীদারগন মুখোমুখি অবস্থানে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। শুক্রবার বহেড়াতৈল সদর বিটের ঘাটেশ^রী পাপুড়িয়াচালা এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরাতন অংশীদারের মধ্যে ৩ জন আহত হয়। আহতরা হলো-আজাহার (৫৫), ইন্দ্র (৪৫) দারগ আলী (৬৫)। জানা গেছে, বহেড়াতৈল সদর বিটের সাবেক বিট অফিসার শহিদুল ইসলাম নিজেকে প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে প্লটের অংশীদার করা হবে বলে বুগলিচালা, ঘাটেশ^রী, বহেড়াতৈল এলাকার লোকজনের নিকট থেকে প্রায় ৪ কোটি টাকা ঘুষ নেয়। যাদের নিকট থেকে প্লটের নাম করে টাকা নিয়েছে তাদেরকে প্লটের অংশীদার না করে আরো বেশী টাকা নিয়ে অন্য লোকদের সামাজিক বনায়নে অংশীদার করে চলে যায়। এ ব্যাপারে ভুক্তভোগীরা হাইকোর্ট ও দুদকে মামলা করেছেন। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্তেও আদালত অপমাননা করে শুক্রবার বহেড়াতৈল সদর বিট অফিসার এরশাদ হোসেনের নির্দেশে নতুন অংশীদারগন প্লটে প্রবেশ করে বাগানের গাছ কর্তন করে বাগান বিনষ্ট করেছে। এ সময় ভুক্তভোগী পুরাতন অংশীদারগন বাধা দেয় এবং হাইকোর্টের নির্দেশের নথি দেখায়। এতে নতুন অংশীদাররা উত্তেজিত হয়ে বিল্লাল, শাহীন তুলা, আ.মান্নান, হাসেন, শাহীন, আরজু, নব্বেস আলী গংয়ের নেতৃত্বে দেশীয় অস্ত্র-অস্ত্রে সজ্জিত হয়ে পুরাতন অংশীদারদের ওপর হামলা করলে আজাহার, ইন্দ্র, দারগ আলী নামে তিনজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে বহেড়াতৈল বিট অফিসার এরশাদ হোসেন বলেন, যাদেরকে সামাজিক বনায়নের অংশীদার করা হয়েছে তাদেরকে প্লটের আগাছা পরিস্কার করতে বলেছি, গাছ কাটতে বলিনি। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন