ডেঙ্গ রোগের জীবাণুবাহী এই মশার কামড়ে প্রতিবছর জীবন যায় হাজার মানুষের। বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র-অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নেওয়ার আগেই যেতে হয় পরপারে। কিন্তু একটু সচেতন হলেই মশা ও মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে আমরা মুক্ত থাকতে পারি। মশার বাসস্থান আমরা সহজেই ধ্বংস করতে পারি। মশার বাসস্থান; যেমন- ফুলের টবে জমে থাকা পানি, নারিকেলের ছোবড়ায় জমে থাকা পানি, পুকুর, জলাশয়, ডোবা, ঝোপঝাড়, বাড়ির আঙিনায় নোংরা জায়গাগুলো নিজ দায়িত্বে পরিস্কার করে মশাবাহিত রোগ থেকে নিরাপদ থাকতে পারি। তাই আসুন, দেশ ও দশের কল্যাণে মশার উপদ্রব দূর করি।
মো. ওসমান গনি শুভ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন