শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

পলিথিন বর্জন করুন

চিঠিপত্র

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

পলিথিন, পল্গাস্টিক এবং পলিমার জাতীয় দ্রব্য সম্বন্ধে জনগণ সচেতন না হলে আগামী কয়েক বছরের মধ্যে এই জাতীয় দ্রব্য পরিবেশ দূষণে বড় ভূমিকা রাখবে। গ্রামের দিকে নজর দিলে দেখা যায় নদী-নালা, এমনকি ছোট ছোট ডোবায় জলের ওপর নোংরা পলিথিন ও পল্গাস্টিক ভাসে। পুকুর বা জলাশয়ে হাত-পা ধুতে গেলে বা দৈনন্দিন বিভিন্ন কাজ করতে গেলে আমাদের এই নোংরা পলিথিন সরিয়ে কাজ করতে হয়। জীবনের প্রতি ক্ষেত্রে বিকল্প সামগ্রী হিসেবে পলিমারের ব্যবহার হচ্ছে। ক্যারি ব্যাগ থেকে ওষুধের বোতল, খাদ্য পরিবেশনের পাত্র থেকে ফুলের টবসহ বিভিন্ন ক্ষেত্রে চটের তৈরি ব্যাগ হোক কিংবা কাচের শিশি অথবা চীনামাটির থালা কিংবা মাটির টব- এসব কিছুর বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে পল্গাস্টিক। অপেক্ষাকৃত সস্তা, বহনযোগ্য হওয়ার কারণে অতি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এই পলিমারের তৈরি সামগ্রী। পরিবেশ দূষণ রোধে এবং সুস্থ-সুন্দর জীবনের লক্ষ্যে পলিথিন এবং পলিমার ব্যবহার বর্জন করুন।
মো. ওসমান গনি শুভ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন