চাঁদপুর জেলার পুরান বাজার ও নতুন বাজারের মধ্যবর্তী সেতুর দক্ষিণ-পশ্চিম পাশে সড়কের ওপর ইট-পাথর সরে গিয়ে এক ভয়ঙ্কর গর্তের সৃষ্টি হয়েছে। দিনের পর দিন এই গর্তটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দিনে হাজার হাজার গাড়ি ওই সড়কের মধ্য দিয়ে চলাচল করে। গাড়িচালকরা ওই সড়ক দিয়ে গাড়ি চালাতে ভয় পায়। কারণ যে কোনো সময় গাড়ির চাকা উল্টে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। জেলা মহাসড়ক হওয়ায় হাজার হাজার মানুষ তাদের নানা প্রয়োজনে ওই সড়কপথে চলাফেরা করে থাকে। মহাসড়কে গর্ত সৃষ্টি হওয়ায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা জ্যামের মধ্যে আটকে থাকতে হয়। উল্লেখ্য, সেতুটি নদীর দু’পাশের লোকদের মধ্যে যোগাযোগের মাধ্যম। আরও লক্ষণীয়, সড়কের ওই স্থানটি যানবাহনের টার্নিং। সড়কটি মেরামত না করলে দিনের পর দিন গর্তটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে নানা দুর্ঘটনা ঘটবে। পৌর মেয়রের কাছে আবেদন, যত দ্রুত সম্ভব চাঁদপুর জেলার মহাসড়কটি মেরামতের ব্যবস্থা করে মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বাঁচতে সাহায্য করুন।
মকবুল হামিদ
চাঁদপুর সদর, চাঁদপুর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন