ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, জুহাইনা গোত্রের এক মহিলা নাবী (সা) এর নিকট এসে বললেন, আমার আম্মা হজ্জের মান্নত করেছিলেন তবে তিনি আদায় না করেই ইন্তিকাল করেছেন। আমি কি তার পক্ষ হতে হজ্জ্ব করতে পারি? আল্লাহর রাসূল (সা) বলেনঃ তার পক্ষ হতে তুমি হজ্জ্ব আদায় কর। তুমি এ ব্যাপারে কি মনে কর যদি তোমার আম্মার উপর ঋণ থাকত তা হলে কি তুমি আদায় করতে না? সুতরাং আল্লাহর হক আদায় করে দাও । কেননা আল্লাহর হকই সবচেয়ে বেশি আদায়যোগ্য।-বুখারীঃ ১৮৫২, ৬৬৯৯; নাসায়ীঃ ২৬৩৩
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন