মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গায়েবি মামলা গণগ্রেফতারে পতন ঠেকানো যাবে না -বিক্ষোভ সমাবেশে ডা. শাহাদাত হোসেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, গায়েবী মামলা আর গণগ্রেফতার করে বিএনপিকে দমানো যাবে না। স্বৈরাচারী সরকার তার পতন ঠেকাতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সে পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথেই থাকবে। তিনি গতকাল (বৃহস্পতিবার) নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখছিলেন। সমাবেশ থেকে তিনি আগামী ১০ অক্টোবর লালদীঘি মাঠে জনসভার ঘোষণা দেন। মহানগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্যায়ভাবে কারাবন্দি রেখেছে। সাবেক প্রধান বিচাপতি এস কে সিনহার ঘটনা প্রমাণ করে দেশে আইনের শাসন নেই। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটাতে হবে।
সমাবেশে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, মহিলা দলের সাবেক সভাপতি নূরী আরা সফা, নগর বিএনপি নেতা এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এডভোকেট আবদুস সাত্তার, জয়নাল আবেদীন জিয়া, নাজিমুর রহমান, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, হারুন জামান, ছৈয়দ আহমদ, এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, মো. ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, জাহাঙ্গির আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে মহানগর বিএনপির পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবী সম্বলিত স্মারক লিপি পেশ করেন ডাঃ শাহাদাত হোসেনসহ নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন