শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

দ্বৈত ভর্তির নামে হয়রানি

তরুণ বিশ্বাস | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক সম্মানে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এসে অন্য কলেজে আবার ভর্তি হয়েছে, তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগের কলেজের ভর্তি বাতিল ও পুনরায় ভর্তি বাবদ ১০ হাজার ৭০০ টাকা ফি নির্ধারণ করেছে। এসব শিক্ষার্থী নির্দিষ্ট ফিসহ একবার ভর্তি বাতিল করে এসে আবার অন্য কলেজে ভর্তি হয়েছে। কিন্তু হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেয় যে পুরো কার্যক্রমটি আবার সংশোধন করতে হবে এবং সঙ্গে এই ১০ হাজার ৭০০ টাকা শিক্ষার্থীদেরই পরিশোধ করতে হবে। যদিও এ ভুলের জন্য কোনোভাবেই শিক্ষার্থীরা দায়ী নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাফিলতির মাসুল কেন সাধারণ শিক্ষার্থীদের বহন করতে হবে? সাধারণ শিক্ষার্থীদের আশা, দ্বৈত ভর্তির নামে অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয় এই বাণিজ্যিক সিদ্ধান্ত থেকে সরে আসবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন