শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের অবস্থান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ৪:২৬ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের কালো ধারা বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ এ অবস্থান কর্মসূচি পালন করেন।
 
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘সংবিধানবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী এই ডিজিটাল নিরাপত্তা আইন। যে আইন সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা কেড়ে নেয়, যে আইন জনগণের বাকস্বাধীনতা কেড়ে নেয়, সে আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে।’
 
তিনি বলেন, ‘কিছুদিন পরে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে সরকার এই ডিজিটাল আইন তৈরি করেছে। যাতে নির্বাচনে সরকারের দুর্নীতি, ভোট চুরি, আগের দিন সিল মারা কোনো মাধ্যমে প্রকাশ করতে না পারে তার জন্য এই আইন করা।’ এ সময় তিনি দেশের জনগণকে এই আইনের বাতিলের দাবিতে রাস্তায় নামার আহ্বান জানান।
 
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘সরকার বলেন এই আইন শুধু অনুসন্ধানমূলক নিউজ এর ক্ষেত্রে করা হয়েছে কিন্তু আসলে এই আইন করা হয়েছে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নেয়ার জন্য। আর সব ধরনের নিউজ এর ক্ষেত্রে যাতে কেউ এই সরকারের কুকর্মের কথা প্রকাশ করতে না পারে।’
 
বাংলাদেশ মিডিয়া মুক্ত করার জন্য এই আইন করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে এ আইন করা হয়েছে যাতে সরকারের কুকর্ম প্রকাশ করতে না পারে। অতি সহজে যাতে সরকার ক্ষমতা ধরে রাখতে পারে।’
 
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ প্রমুখ। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন