সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম এর পরিপন্থী। তাই আমরা এই আইনের কয়েকটি ধারার যথাযথ সংশোধনের দাবি করে আসছি। আমরা আশা করি আমাদের এ দাবি সরকার গ্রহণ করবেন। আসছে সংসদ অধিবেশনে এ আইনের সংশোধন উত্থাপন করবেন। সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সম্পাদক পরিষদের মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আনাম বলেন, সরকারের কিছু মন্ত্রী বলছে আমাদের এ বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমরাও চাই আলোচনার মাধ্যমে এর একটা গ্রহণযোগ্য সমাধান। তবে এটাও বলতে চাই এ আলোচনা যেন প্রহসনে পরিণত না হয়।
মানববন্ধনে সম্পাদক পরিষদ তাদের কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও তার স্বাধীনতার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩, ৫৩ ধারা অবশ্যই যথাযথভাবে সংশোধন করতে হবে।
মানবন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউএজ সম্পাদক নুরুল কবীর, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শহীদুজ্জামান, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক শামসুর রহমান, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সুবহান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন