ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে আসাদুল হক (৪৫) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে পৌর এলাকার মধ্যগৌরীপাড়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে আসাদুল হকের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক আসাদুল হক পৌর এলাকার মধ্য গৌরীপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে। ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী বলেন, মাদক মামলায় গত ২০১৪ সালের ৩ জুন তার ৩ বছর ৩ মাস সাজা হয়। এরপর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে তার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন