যানবাহনটির নাম ইজিবাইক। সম্পূর্ণ অবৈধ যানবাহন। কাঠামো সঠিক নয়। যারা চালান তারা প্রশিক্ষিত নয়। লাইন্সেসবিহীন বেশিরভাগ। চোরাইভাবে বেশিরভাগ ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়া হয়। সরকার বিদ্যুৎ বিল থেকে বঞ্চিত হয়। ইজিবাইক মোটেই ইজিবাহন নয়। যাত্রীদের মৃত্যু হচ্ছে ইজিবাইকে চড়ে। বেশ কয়েকজন মারা গেছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকে। সম্প্রতি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় চৈড়ারবাড়ি এলাকায় ইজিবাইকে বোরকার ওড়না পেঁচিয়ে জাহানারা নামে একজন নিহত হয়েছেন। দেশের জেলা, বিভাগীয় শহরে ইজিবাইক চলে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে চলে। কিন্তু যাত্রীদের ঝুঁকির কথা ভাবা হয় না। ইজিবাইক এখন সাক্ষাৎ মরণফাঁদ। চালকের সিটের পেছনে থাকে মোটর। মোটরের ওপর কিছু থাকে না। চালকের পেছনেই বসে যাত্রী। সহসাই ওড়না, বোরকা মোটরে পেঁচিয়ে যায়। খুব দ্রুত ইজিবাইক বন্ধ করা দরকার। জেলা শহরে সিটি বাস চালু করা যেতে পারে। ছোট সাইজের বাস চালু করা যায়। কিন্তু ইজিবাইক কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না। পুরোপুরি অবৈধ-ঝুঁকিপূর্ণ বাহন ইজিবাইক চলছে। কোনো ব্যবস্থা নেই। আর কত প্রাণ গেলে, আর কত মানুষ পগু হলে ইজিবাইক বন্ধ করা হবে, সেটাই প্রশ্ন।
মুহাম্মদ শফিকুর রহমান
মিরপুর, ঢাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন