বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভুবনেশ্বরে মহিলা রাগবি দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

প্রথমবারের মতো দেশের বাইরে কোনো টুর্নামেন্ট খেলতে গেল বাংলাদেশ মহিলা রাগবি দল। এশিয়া রাগবি অনূর্ধ্ব-১৮ মহিলা সেভেন্সে খেলতে গতকাল সড়ক পথে রওয়ানা হয়ে আজ ভারতের ভুবনেশ্বর পৌঁছেছে দলটি। আগামীকাল ভুবনেশ্বরে শুরু হওয়া টুর্নামেন্টের ‘বি’ পুলে খেলবে লাল-সবুজরা। এই গ্রুপের অন্য দলগুলো হলো- স্বাগতিক ভারত, শ্রীলঙ্কা ও আরব আমিরাত। বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা করছে সাউথইষ্ট ব্যাংক লিমিটেড। এখন পর্যন্ত এশিয়ান রাগবি ইউনিয়নে স্থায়ী সদস্য পদ পায়নি বাংলাদেশ। এই টুর্নামেন্টে অংশ নিলেই পূর্ণ সদস্য হবে তারা। সে জন্যই মহিলা রাগবি দলকে পাঠাচ্ছে ফেডারেশন। মাত্র ১৫ দিনের অনুশীলনে গেলেও টুর্নামেন্ট থেকে তেমন কোন প্রত্যাশা নেই বাংলাদেশ রাগবি ফেডারেশনের। তবে বিশ্ব রাগবিতে বেশ এগিয়েছে বাংলাদেশ। এমনটাই জানালেন ফেডারেশনের সাধারন সম্পাদক মৌসুম আলী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন