সারা দেশে নানান কর্মসূচির মধ্যদিয়ে গতকাল পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে দলীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা, র্যালী ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করে বিএনপির সহযোগী এ সংগঠনটি। তবে বিভিন্ন স্থানে এ সকল কর্মসূচি পুলিশী বাধায় পÐ হওয়ার অভিযোগ করেছে দলটি নেতারা। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়ে নেতাকর্মীরা বলেন, ঘরে বসে থাকার সময় নেই, স্বৈরাচার সরকার পতন ঘটাতে সবাইকে রাজপথে নামতে হবে। বক্তারা বলেন, বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর অঙ্গসংগঠনকে নিশ্চিন্ন করতে বর্তমান সরকার যে ষড়যন্ত্র করছে যুবদল থাকতে তা কোন দিন সফল হবে না। গণআন্দোলনের মাধ্যমে যে কোন মূল্যে দেশ নেত্রী খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীকে মুক্ত করা হবে।
রাজশাহী ব্যুরো জানায়, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র, এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ৬ নভেম্বর রাজশাহীর পবিত্র মাটি থেকে যুক্তফ্রন্ট নেতারা যে ঘোষণা দেবেন তাকে ধারণ করে রাজপথে কঠোর আন্দোলন করার। জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। যুবদল মহানগর সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপি সেক্রেটারী এ্যাড, শফিকুল হক মিলন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতসহ যুবদলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ। সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, দেশে শাসনের নামে চলছে স্বৈরচারী দু:শাসন। প্রতিবাদ করতে গেলে হামলা মামলা আর গুম। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে জাতীয়তাবাদী যুবদলের কর্মীরা।
লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস জানায়, লক্ষ্মীপুরে সকালে কেক কাটার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র-সহ সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারন সম্পাদক রশিদুল হাসান লিংকনের,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরনসহ প্রমুখ।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় এটিম মাঠ থেকে কালো কাপড় মুখে বেধে একটি র্যালী বের হয়। পরে জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আব্দুল রতিফ খান, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলসহ প্রমুখ।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরে সকালে জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আফজাল হোসেন খান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জানান, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, জয়পুরহাটে স্টেশন রোডে দলীয় কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইটের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট -২ আসনের সাবেক সংসদ ও জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, অধ্যক্ষ সামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম,এ গফুর, মাসুদ রানা, যুবদল সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, প্রমূখ।
গোয়ালন্দ ( রাজবাড়ী ) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে জেলা শাখার সভাপতি আবুল হাসেম সুজন সভাপতিত্বে বক্তৃতা করেন যুবদল রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক রেজাউল করিম শিকদার পিন্টু,সহ সভাপতি দেওয়ান ফারুখ, আবুল হোসেন অপু, মহব্বত আলী খোকন প্রমুখ।
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফুলবাড়ীতে পুলিশি বাধায় র্যালী পন্ড হয়ে যায়, যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি। এসময় উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রমুখ।
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরদীতে যুবদলের সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার। পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েলের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানসহ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন