কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে স্পেশাল ব্রাঞ্চের এক কর্মকর্তাসহ চার পুলিশকর্মীর বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন মুর্শিদাবাদের এক বাসিন্দা। অভিযোগে বলা হয়, কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে তারা প্রতারণা করেছেন। মানিকতলা থানায় এই মর্মে কোর্ট পিটিশন দাখিল করিয়েছেন মুর্শিদাবাদের বাসিন্দা রামচন্দ্র বিশ্বাস। কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে তাঁর থেকে ওই উর্দিধারীরা সাত লক্ষ টাকা নিয়েছেন বলে দাবি করেছেন রামচন্দ্রবাবু। তবে শুধু ওই অভিযোগকারীর থেকেই নয়, আরও দু’জনের থেকেও একইভাবে টাকা হাতিয়েছেন অভিযুক্তরা, বলে দাবি। অমিত রায় নামে এক ব্যক্তির থেকে চাকরির টোপ দিয়ে অভিযুক্তরা আবারও ৭ লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, সুপ্রিয় মণ্ডল নামে আরেক ব্যক্তির থেকে ওই পুলিশকর্মীরা ৭ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন