স্টাফ রিপোর্টার : রাজধানীর পান্থপথে অ্যাম্বুলেন্স চাপায় শিল্পী আক্তার (৩০) নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনা অ্যাম্বুলেন্সটি আটক করেছে পুলিশ।
নিহত শিল্পী ময়মনসিংহ ধুবাউড়া উপজেলার হাজলপাড়া গ্রামের নেক্কাবর আলীর স্ত্রী। বর্তমানে পশ্চিম রাজাবাজার ঢালি বাড়ী এলাকায় থাকতেন তিনি।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন