নাটোরের সিংড়ায় নিখোঁজ শিশু জুয়েল সরকারের (৮) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুয়েল সরকার কুমগ্রামের মুক্তার সরকারের ছেলে ও কুমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুর্গম ইটালী ইউনিয়নের কুমগ্রাম ব্রিজ এলাকা থেকে তার গলাকাটা লাথ উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম শিশুটির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য লাশটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, এখনও পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা উদঘাটনে কাজ করছে পুলিশ। গত শুক্রবার নিখোঁজ হয় শিশু জুয়েল।
মন্তব্য করুন