নগরীর গুরুত্বপূর্ণ প্রায় সড়ক-মহাসড়কে যত্রতত্র গাড়ি রাস্তার ওপরে পার্কিং করে। এতে জনসাধারণ নিত্যদিনের দুর্ভোগের মুখোমুখি হচ্ছে। সমীকরণে দেখা যায়, সড়কের প্রায় এক-তৃতীয়াংশজুড়ে থাকে গাড়ি পার্কিং। রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে পড়ে থাকতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রী, পথচারী ও অফিসগামী মানুষকে। যত্রতত্র গাড়ি পার্কিং যেন দিন দিন বিষফোঁড়ায় রূপান্তরিত হচ্ছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাই আমরা। জনগণের এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে হলে সর্বাজ্ঞে নাগরিক জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং প্রতিটি নতুন ভবন করার আগে নির্দিষ্ট পরিমাণ পার্কিংয়ের জায়গা করতে হবে। সড়ক-মহাসড়কের পাশে যাতে কোনো ধরনের গাড়ি পার্কিং না করে সে ব্যাপারে সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি দিতে হবে। নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করলেই নাগরিক বিড়ম্বনা সৃষ্ট জ্যাম দূর হবে এবং যত্রতত্র গাড়িং পার্কিং বন্ধ হবে।
আলতাফ হোসেন হৃদয় খান, অক্সিজেন, চট্টগ্রাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন