‘জেগেছে যুব গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের মাদরাসা মোড় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি গণগ্রন্থাগার হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় নাটোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নওশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অবসরপ্রাপ্ত শিক্ষক অলোক মিত্র, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের সনদ গ্রহণকারী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ৬৩ জন শিক্ষার্থীকে ২৫ লাখ ৫০ হাজার টাকার চেক ও ৪০ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন