শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ কবি ও অভিনেত্রী পলিনের জন্মদিন

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আজ কবি ও অভিনেত্রী নাবিলা আলম পলিন’র জন্মদিন। পলিন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে একজন তালিকাভূক্ত অভিনয় শিল্পী গত দুই দশক ধরে। আর কাব্যচর্চাও করছেন কৈশর থেকে। ২০১৩ সালে বইমেলায় ‘বিষন্ন ফুলের ঘ্রান’ নামে একটি কবিতার বই প্রকাশিত হয়। পলিনের পরিবারটিকে বলা হয় অভিনয়শিল্পী পরিবার। তার স্বামী শফিউল আলম বাবু একজন স্বনামধন্য উপস্থাপক ও অভিনেতা, তার দুই সন্তান অন্তিক ও অর্পা শৈশব থেকেই অভিনয়ের সাথে সম্পৃক্ত। এছাড়া তার বাবা, ভাই বোন সাংস্কৃতিক পরিমন্ডলে বিচরণ করছেন দীর্ঘদিন ধরে। সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা পলিন এক সময়ে ক্রিড়া জগতে বেশ দাপটের সাথে বিচরন করেছেন। মার্শাল আর্টে ১৯৯২ সালে পেয়েছেন ব্ল্যাক বেল্ট, তারপর আরো দুইটি ডান, জুডো ও মার্শাল আর্টে তিনবার স্বর্ণপদকপ্রাপ্ত এবং সার্ক বাংলাদেশ গেইমসে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। এছাড়াও তিনি ছিলেন ন্যাশনাল টিমের একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। এখন সংসার, লেখালেখি আর অভিনয়ই তার ধ্যান-জ্ঞান-প্রান সঞ্জিবনী। পলিনের জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন