রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গ্রামীণ গৌরব ফেরাতে উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গ্রামীণ খেলাকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে এবার আত্মপ্রকাশ ঘটলো বাংলাদেশ কান্ট্রিগেমস অ্যাসোসিয়েশনের। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে অন্তর্ভূক্তির প্রজ্ঞাপন পেয়েছে তারা। ফলে হাডুডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌ-চি, সাতচারা, ডাংগুলি, নৌকাবাইচ, কানামাছি ভোঁ ভোঁ- গ্রামীন দলগত খেলা এবং মোরগলড়াই, লাটিম, দড়িলাফানো, কুতকুত, লাঠি খেলা, ঘোড় দৌড়, ষাড়ের লড়াই, পাঁচগুটি, পাঞ্জালড়াই একক খেলাকে জাতীয়ভাবে প্রতিষ্ঠা করতে চায় নতুন আত্মপ্রকাশ করা কান্ট্রিগেমস অ্যাসোসিয়েশন। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের ভবিষ্যত কর্মপরিকল্পনার কথা জানান অ্যাসোসিয়েশনের সভাপতি শাইখ সিরাজ। এ সময় সহ-সভাপতি নুরুল হাসান ফরিদি ও সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবীন ক্রীড়া সাংবাদিক মুহম্মদ কামরুজ্জামানকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

শাইখ সিরাজ বলেন, ‘প্রধানত ১০টি গ্রামীন খেলা নিয়ে কাজ করছি আমরা। লোকজ এসব খেলাকে সন্বিবেশিত করে আইনকানুনের মাধ্যমে জাতীয়ভাবে প্রতিষ্ঠা করতে চাই। পরবর্তীতে তা আন্তর্জাতিক অঙ্গণে নিয়ে যেতে চাই।’ তিনি যোগ করেন, ‘প্রথমে আমাদের কাজ হবে বিলুপ্ত ও বিপন্ন দেশীয় ঐতিহ্যবাহী খেলাধূলাকে দেশব্যাপী নিয়মিত অনুশীলনের মধ্যে আনা এবং দেশীয় খেলার ইতিহাস সংগ্রহ, শারীরিক, সামাজিক ও পারিপার্শ্বিক উপযোগিতা নির্নয় করে দেশব্যাপী অনুশীলন চালু রাখা। তাছাড়া ফি বছর আমরা পহেলা বৈশাখসহ দেশীয় পার্বনে দেশীয় খেলাধূলার আয়োজন করবো।’ ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা বিষয়ে শাইখ সিরাজের কথা, ‘আমরা প্রতিবছর একজন করে বিশিষ্ট ক্রীড়া সংবাদিককে বিশেষ সম্মাননা দেবো।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন