শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাণিজ্যে গতিশীলতা আনতে সহযোগিতা কামনা

বেনাপোল বন্দর কর্মকর্তাদের বৈঠক

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি, রফতানি বাণিজ্য আরো গতিশীল করতে ব্যবসায়ীদের সঙ্গে বন্দর কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত রোববার রাতে বন্দর অডিটরিয়ামে। বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) ডেপুটি সেক্রেটারি প্রদুষ কান্তি দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সহ-সভাপতি কামাল উদ্দীন শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহাসিন মিলন, আমদানি রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক প্রমুখ। দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকে বন্দরে যানজট, অটোমেশন, সিসি ক্যামরো স্থাপন অবৈধ বহিরাগত লোকজনের অবাধ যাতায়াত বন্ধ ও নতুন জায়গা অধিগ্রহনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তব্যে বন্দর পরিচালক প্রদুষ কান্তি দাস বলেন, বন্দরে চলমান সংকট কাটিয়ে কিভাবে বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনা যায় সে বিষয়গুলো তিনি গুরুত্বের সঙ্গে প্রতিপালন করবেন। এক্ষেত্রে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন