শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘থাগস অফ হিন্দুস্তান’ মুক্তি পেল আজ

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দিওয়ালী উৎসব উপলক্ষে একদিন আগে আজ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে বলিউডের দুই অভিনয় কিংবদন্তী আমির খান এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘থাগস অফ হিন্দুস্তান’। এই বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত চলচ্চিত্রের একটি এটি। চলচ্চিত্রটি নিয়ে ঘোষণার পর থেকেই ব্যাপক আগ্রহ চলে আসছে দর্শক আর সবার মাঝে। এই আগ্রহের পুরোটাই প্রতিফলিত হয়েছে অগ্রিম টিকিট সংগ্রহের দীর্ঘ লাইনে। যশ রাজ ফিল্মসের ব্যানারে এপিক অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম ‘থাগস অফ হিন্দুস্তান’ মুক্তি পেয়েছে। আদিত্য চোপড়া চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। বিজয় কৃষ্ণ আচারিয়ার পরিচালনায় আমির-অমিতাভ ছাড়া অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ, লয়েড ওয়েন মোহাম্মাদ জিশান আয়ুব এবং ইলা অরুণ। অতুল গোগাবালে এবং অজয় গোগাবালে সঙ্গীত পরিচালনা করেছেন। ১৭৯৫ সালের পটভূমিতে আজাদ (অমিতাভ) নামে এক স্বাধীনতা সংগ্রামীর গল্প এটি যাকে ব্রিটিশ রাজ ঠগি দস্যু ঘোষণা করে। তাকে ঘায়েল করার জন্য ব্রিটিশরা ফিরিঙ্গি মাল­া (আমির) নামে এক আসল ঠগিকে নিয়োগ দেয়। ‘থাগস অফ হিন্দুস্তান’ ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে, এটি বলিউডের এ যাবতকালের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন