তারেক আনন্দের গানে অনেক তারকা কণ্ঠশিল্পী কণ্ঠ দিয়েছেন। এ ধারাবাহিকতায় এবার কণ্ঠ দিলেন কন্যারে খ্যাত গায়ক শান। ‘চক পেন্সিল’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে। শানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান সাজ্জাদ। শান বলেন, গতানুগতিকের বাইরে একটু বিষয়ভিত্তিক লিরিক খুঁজছিলাম। তারেক আনন্দ তার '‘চক পেন্সিল’ গানের লিরিকটি দেন। গানের কথা আমার পছন্দ হয়। অনেক সময় নিয়ে গানটি তৈরি করেছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে। তারেক আনন্দ বলেন, ছোটবেলায় দেখেছি, প্রিয় মানুষের নাম বা নামের প্রথম অক্ষর চক পেন্সিলে দরজায় লিখে রাখতে। সেই স্মৃতি থেকেই লেখা ‘চক পেন্সিল’। সুর, সংগীত, গায়কীর সুন্দর সমন্বয়ের গানটি শ্রোতাদের ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন