বিনোদন ডেস্ক: সম্প্রতি কণ্ঠশিল্পী সুচরিতা কর্মকারের রবীন্দ্র সঙ্গীতের অডিও অ্যালবাম ‘প্রণমি তোমায়’ এবং আধুনিক গানের অ্যালবাম ‘স্বর্ণালী স্বপ্ন’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি, প্রফেসর ড. খলিলুর রহমান, সাবেক সচিব ও গীতিকবি নুরুল হক, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী কামাল আহমেদ, পরিচালক, বাংলাদেশ বেতার, বিশিষ্ট কণ্ঠশিল্পী ডাঃ জগদানন্দ রায়, বিশিষ্ট সঙ্গীতানুরাগী ডাঃ গনেশ চন্দ্র কর্মকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডাঃ দিপল অধিকারী। অ্যালবাম প্রসঙ্গে কণ্ঠশিল্পী সুচরিতা কর্মকার বলেন, এই স্মরণীয় গানগুলো সুর-তাল সবকিছু ঠিক রেখে গাইতে চেষ্টা করেছি। জানি না কতটুকু সফলভাবে গাইতে পেরেছি। আশা করি, আমার কণ্ঠে গাওয়া রবীন্দ্র সঙ্গীত ও আধুনিক গানের অ্যালবামের গানগুলো শ্রোতাদের মুগ্ধ করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন