বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাদারীপুরে আটক ৬ জঙ্গির ৫দিনের রিমান্ড মঞ্জুর

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ৪:৩১ পিএম


মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকায় ডিবি পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর আটক ৬ সদস্যকে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।আটকের পর আসামীদের ৫দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করলে আজ বৃহস্পতিবার আটক জঙ্গিদের ৫দিনের রিমান্ড শুনানি শেষে মূখ্য বিচারিক হাকিম মো: জাকির হোসেন এ আদেশ দেন। রাস্ট্র পক্ষে আদালত পরিদর্শক রমেশ চন্দ্র দাস এবং আসামীদের পক্ষে আইনজীবি সমিতির সভাপতি ওবায়দুর রহমান খান এবং আসামী সাকিলের পিতা আইনজীবি আবু বকর সিদ্দিক খানসহ বেশকয়েকজন আইনজীবি শুনানীতে অংশ নেন।
উল্লেখ্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর কয়েক সদস্য একত্রে হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার থানতলীতে গত ২৮ অক্টোবর রোববার রাতে অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর সেখান থেকে বিস্ফোরক, একাধিক মোবাইল ফোন, লিফলেট, নগদ সাড়ে ১২ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে আটককৃতরা নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করে। এ ঘটনায় সোমবার রাতে গোয়েন্দা পুুলিশের এএসআই আল-আমিন খন্দকার বাদী হয়ে সদর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার সকালে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন, মেহেরপুরের গাড়াডোবা এলাকার সমশের আলীর ছেলে সেলিম রেজা (২৯), নারায়নগঞ্জের তামাক পট্টি এলাকার ওমর আলী ছেলে আলম রানা (৩৪), বগুড়ার শেরপুরের সবুর আলীর ছেলে রাসেল মাহমুদ (২১), মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকার রশিদ মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা (৩৪), সদর উপজেলার হাউসদি এলাকার ও মাদারীপুর জজ কোর্টের ভেস্টেট সম্পত্তি (ভিপি) আইনজীবী আবু বকর সিদ্দিক খানের ছেলে সাকিল খান (২৫) এবং হাজির হাওলা এলাকার ফারুক হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৮)। এ সংক্রান্ত ইতিপুর্বে দৈনিক ইনকিলাবে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন