শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ট্রাম্পের র‌্যালিতে গান ব্যবহারে রিয়ানার নিষেধাজ্ঞা

| প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

র‌্যাপ গায়ক ফ্যারেল উইলিয়ামসের পর গায়িকা রিয়ানা মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী র‌্যালিতে তার গান ব্যবহার করায় আপত্তি জানিয়েছেন। চাটানুগা টেনেসিতে গত সপ্তাহে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সিনেট প্রার্থী মার্শা ব্ল্যাকবার্নের এক নির্বাচনী র‌্যালিতে তার ‘ডোন্ট স্টপ দ্য মিউজিক’ গানটি বাজানো হয়েছে জানতে পেরেই রিয়ানা তার টুইটার পেইজের মাধ্যমে তার প্রতিবাদ জানিয়েছেন। ওয়াশিংটন পোস্টের হোয়াইট হাউস ব্যুরো প্রধান ফিলিপ রাকার রিয়ানাকে এই বিষয়ে আগে জানান বলে জানা গেছে। রিয়ানা টুইট করেন : “আমি বা আমার মানুষেরা এসব দুঃখজনক র‌্যালির কাছে যায় না। খবরটি জানাবার জন্য ফিলিপকে ধন্যবাদ।” রিয়ানা ফ্লোরিডায় গভর্নর প্রার্থী অ্যান্ড্রু গিলামকে ইনস্টাগ্রামে সমর্থন জানাবার পর ঘটেছে। গত সপ্তাহে তার জনপ্রিয় ‘হ্যাপি’ গানটি পিটসবার্গ সিনাগগ গুলিবর্ষণের দিন মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক র‌্যালিতে বাজানো হলে ফ্যারেল উইলিয়ামস গানটি না বাজানোর জন্য নির্দেশ দেন। আরও যেসব শিল্পী অনুরূপ নিষেধাজ্ঞা জানিয়েছেন তাদের মধ্যে আছেন নীল ইয়াং, অ্যাডেল, এল্টন জন, দ্য রোলিং স্টোন্স, কুইন’ জর্জ হ্যারিসন, লুচিয়ানো পাভারত্তি, স্টিভেন টাইলার এবং প্রিন্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন