শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

কোটা বাতিল প্রসঙ্গে

আনিছুর দেওয়ান | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

কোটা সংস্কার সময়ের দাবি। কিন্তু কোটা বাতিল হবে আত্মঘাতী। কারণ আমাদের দেশে ছেলেদের তুলনায় মেয়েরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে কিছু ব্যতিক্রম ছাড়া। প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় দেখা যায়, ছেলেদের চেয়ে মেয়েরা কম সংখ্যায় সুযোগ পেয়ে থাকে। সমাজে, সংসারে প্রত্যক্ষ-পরোক্ষ অনেক প্রতিকূলতা অতিক্রম করে মেয়েদের এগিয়ে যেতে হয়। ফলে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে কাঙ্ক্ষিত চাকরি বাগিয়ে নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। তবে যোগ্যতা আর সক্ষমতায় মেয়েরা কোনো অংশেই ছেলেদের চেয়ে কম নয়। সীমাহীন দুর্গতি আর সংসারের ঘানি টেনে বেশির ভাগ মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে হয়। ছেলেদের মতো নির্বিঘ্নে মেয়েরা চাকরির প্রস্তুতি নিতে পারে না। কর্মক্ষেত্রে কর্তব্যনিষ্ঠা, দায়িত্বসচেতনতা এবং সর্বোপরি সততার এক অনন্য নজির স্থাপন করেছে এ দেশের মেয়েরা। একটা উদাহরণই যথেষ্ট, দুদকের জাল। যেখানে কোনো নারীর আটকে পড়ার নজির নেই। মেয়েদের বেশি বেশি কাজের সুযোগ দিলে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে, এতে কোনো সন্দেহ নেই। নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও দেশের দ্রুত অগ্রগতির স্বার্থে নারী কোটা বাতিল না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি।

আনিছুর দেওয়ান
বাঙ্গাবাড়িয়া, নওগাঁ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন