শিশুরা চায় স্বাধীনভাবে বাঁচতে; কিন্তু তাদের কাঁধে বইয়ের চাপ দেখে মনে হয়, বই বহন করার জন্য তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। রাজধানীর প্রতিটি স্কুলের পাশাপাশি গ্রামগুলোতেও এমন দৃশ্য আজ আর নতুন নয়। ছোট ছাত্রছাত্রীদের কাঁধে ব্যাগ দেখে মনে হয়, তারা পড়তে নয়, বই বহন করার প্রতিযোগিতায় নেমেছে। শুধু বই নয়, ব্যাগ ভরা থাকে খাবারে। এদের অবস্থা এমন দাঁড়ায় যে, তাদের পরিমাণের বেশি খাবার খাইয়ে শরীর বানায় রোগ-বালাইয়ের বাসা। ফলে তারা পর্যাপ্ত পড়ালেখা করতে সক্ষম হচ্ছে না। অতিরিক্ত বই বহনে অল্পতেই তারা শারীরিকভাবে ভারসাম্য হারাচ্ছে। ফলে যথার্থ পড়ালেখা থেকে তারা পিছিয়ে পড়ছে। তাই শিশুদের কাঁধে অতিরিক্ত বইয়ের চাপ কমিয়ে সুষ্ঠু মানসিকতায় পড়ালেখা করতে সহযোগিতা করা প্রতিটি অভিভাবকের দায়িত্ব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন