আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, একামত শুনিয়া ছুতাছুটি করিয়া আসিবে না; শান্তি, শৃঙ্খলা ও গাম্ভীর্যের সহিত নামাজে আসিবে। ( ইমামের সঙ্গে নামাজ ) যতটুকু পাইবে পড়িবে। আর যাহা ছুটিয়া গিয়াছে উহা পরে পূরণ করিবে। ( অবশ্য একামতের পূর্বেই জামাত স্থলে উপস্থিত থাকা চাই।
-বোখারী শরীফ: হাদিস নং ৩৮৮
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন