কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় জামিয়া মাদানিয়া মারকাজুল উলুম মাদরাসার উদ্যোগে আগামী ২৫ নভেম্বর পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে উপজেলার উত্তর সরারচর মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান অতিথি থাকবেন কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আলহাজ মো. আফজাল হোসেন। এতে বিশেষ অতিথি থাকবেন আইন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফজলে এলাহী ভূইয়াঁ।
ইসলামী এ সম্মেলন তাশরিফ আনবেন ঢাকার ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতি আল্লামা আবু সাঈদ, ঢাকার দক্ষিণখান দারুল উলূম মাদরাসার প্রধান মুফতি গিয়াস উদ্দিন আল মাদানী, নরসিংদী কাজী আবুল হাশেম জামিয়া ইসলামিয়া মাদরাসার শাইখুল হাদিস মুফতি আতিকুল্লাহ সাহেব, ঢাকার আশকোনা দারুল আশরাফ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আমির উদ্দিন (ফয়েজি), মনোহরদী জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদরাসার শাইখুল হাদিস মাওলানা বাহাউদ্দিন, বাজিতপুরের চরবাড়ির ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হোসাইন নূরী, সোনারগাঁওয়ের আল আকসা জামে মসজিদের খতিব মুফতি খালেদ সাইফুল্লাহ ওসমানী, সরারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান সাহেব ও ঢাকা বাইতুস সুজুদ জামে মসজিদের খতিব মুফতি মাকসুদুর রহমান মাহমুদী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন