রাজধানীর শেরেবাংলা নগরের পশ্চিম রাজাবাজার এলাকায় সহকর্মীর অস্ত্রের আঘাতে ইমাম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গতকাল সোমবার দিনগত রাতে পশ্চিম রাজাবাজার এলাকার ৫৮/৪ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ইমামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।
ইমামের সহকর্মী কার্তিক লোধ জানান, মেডিকেল সরঞ্জামাদি সরবরাহ একটি কোম্পানিতে চাকরি করেন তারা। ইমাম মার্কেটিং বিভাগে কাজ করতেন। কোম্পানির পক্ষ থেকে ঠিক করে দেওয়া বাসায় থাকেন তারা। গত রাতে তুচ্ছ বিষয় নিয়ে ইমামের সঙ্গে সহকর্মী সাজ্জাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হলে ইমাম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. আব্দুল খান জানান, দুই সহকর্মীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ইমামের মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিষয়টি শেরেবাংলা নগর থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
শেরেবাংলা নগর থানার ওসি জি জি বিশ্বাস জানান, নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধারলো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন