রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সেরা ৩০-এ ঐশী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরের সেরা ৩০ জনের মধ্যে ঠাঁই পেয়েছেন বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস ঐশী। হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে তিনি সেরা ৩০-এ পৌঁছেছেন। আয়োজকরা জানান, বিশ্বের ১১৮ প্রতিযোগীর মধ্যে নির্বাচিত হয়েছে সেরা ৩০। এর মধ্যে হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগের ২০টি গ্রুপের প্রতিটির বিজয়ীরা সরাসরি পৌঁছেছেন ফাইনালে। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গত আসর থেকে যুক্ত হওয়া হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগে এবার কে কোন গ্রুপে থাকবেন তা নির্ধারিত হয়েছে ড্রয়ের মাধ্যমে। সব মিলিয়ে ২০টি গ্রুপ করা হয়। হেড টু হেড চ্যালেঞ্জের গ্রুপ সিক্সে ঐশীর প্রতিদ্ব›দ্বী ছিলেন ডেনমার্কের টারা জেনসেন, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের ইয়াদালি টমাস সান্তোস, ব্রাজিলের জেসিকা কারভালহো, আয়ারল্যান্ডের ইফা ওসুলিভান ও চীনের পিরুয়ি মাও। সবাইকে টপকে সেরা হয়েছেন ঐশী। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রতিযোগীরা তাদের পরিচিতি ভিডিওতে যেসব বিষয়ে কথা বলেছেন, হেড টু হেড চ্যালেঞ্জে সেগুলো প্রসঙ্গেই তাদের কাছে জানতে চাওয়া হয়। পরিচিতি ভিডিওতে ঐশী শুরুত বাংলাদেশকে মানবতা, ঐতিহ্য, ভালোবাসা ও প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হিসেবে তুলে ধরেন। এরপর তিনি জানান, নিজের অবসর কাটে বই পড়ে। ঘুরে বেড়ানো বেশ উপভোগ করেন। নাচতে ও গাইতে ভালো লাগে তার। তিনি বলেন, আমার অনুপ্রেরণার সব উৎস পরিবার। মা আমার সেরা বন্ধু। কোনটা ভুল আর কোনটা সঠিক সেই পার্থক্য তিনিই আমাকে শিখিয়েছেন। আমার বিশ্বাস, সৃষ্টিকর্তা আমাকে যেটুকু সামর্থ্য দিয়েছেন সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনে সফল হবো। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিউটিফুল বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সত্যিই সম্মানিত। ঐশীর কাছে সঞ্চালক প্রথমে মাকে নিয়ে কিছু শুনতে চেয়েছেন। তার উত্তর ছিল, মা আমার সেরা বন্ধু। তার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারি। আমার চোখে তিনি দারুণ শিক্ষক। কারণ মা আমাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখিয়েছেন। তার মনটা অনেক বড়। তিনি আমাকে উদার হতে শিখিয়েছেন। মাকে জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে। তাই আমাকেও কঠিন সময়ে ধৈর্য ধরে রাখতে বলেছেন। তাকে আমি অনেক ভালোবাসি। তার প্রতি আমার ভালোবাসা ভাষায় বোঝাতে পারবো না। আমার মা পৃথিবীর সেরা মা। আমার চোখে মিস ওয়ার্ল্ড হলেন মা। হেড টু হেড চ্যালেঞ্জে এরপর ঐশীকে প্রশ্ন করা হয়, জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কী? উত্তরে তিনি বলেছেন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব জিতেছি। বাংলাদেশের মেয়ে হিসেবে আমি অনেক গর্বিত। লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব খুশি। এবার আমার দেশের সুবিধাবঞ্চিতদের জন্য কিছু করতে চাই। ছোটবেলা থেকেই সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছি। তবে এটা অনেক বড় পরিসরে করতে চাই। এবার মনে হচ্ছে সেই সুযোগটা পাবো। হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগের প্রথম রাউন্ডে প্রিয় প্রতিযোগীকে ভোট প্রদানের পদ্ধতি ছিল চাররকম। এগুলো হলো প্রত্যেক দেশের মিস ওয়ার্ল্ড অফিসিয়াল ফেসবুক পেজে লাইক সংখ্যা, মিস ওয়ার্ল্ড ওয়েবসাইটে কন্টেস্ট্যান্টস অপশনে গিয়ে ভোট প্রদান, অফিসিয়াল মবস্টার অ্যাকাউন্টে প্রতিযোগীদের ছবিতে লাইক দেওয়া ও কমেন্ট করা এবং মডেল পাওয়ার লাইভে নির্দিষ্ট লিংকে ক্লিক করে পছন্দের প্রতিযোগীকে লাইক দেয়া। ভোট প্রদানের শেষ সময় ছিল ২৮ নভেম্বর। এই চারটি প্ল্যাটফর্মে সেরা প্রতিযোগীরা স্থান করে নেন হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগের দ্বিতীয় রাউন্ডে। এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আগামী ৮ ডিসেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড ২০১৮-এর গ্র্যান্ড ফিনালে। সেখানেই ঘোষণা করা হবে বিশ্বের সেরা সুন্দরীর নাম। গতবারও এই প্রতিযোগিতা বসেছিল একই ভেন্যুতে। ২০১৮ সালের বিশ্বসুন্দরীকে মুকুট পরিয়ে দেবেন গতবারের মিস ওয়ার্ল্ড ভারতের মানুষি চিল্লার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন