শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জন্মদিনে রুনা লায়লাকে শ্রদ্ধা জানিয়ে গাইলেন ঐশী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

এই প্রজন্মের সঙ্গীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। ছোটবেলা থেকেই তার গানের অনুপ্রেরণা উপমহাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী রুনা লায়লা। বিভিন্ন সময়ে বিভিন্ন শো’তে রুনা লায়লা’র গান গেয়েছেন। তবে এবারই প্রথম রুনা লায়লা’র কোন গান নতুন করে গেয়েছেন ঐশী। রুনা লায়লাকে জন্মদিনে শ্রদ্ধা জানাতেই ঐশী গানটি গেয়েছেন। ২০০১/২০০২ সালে একটি স্যাটেলাইট চ্যানেলে তারিক মিন্টু’র পরিচালনায় ‘ফেরারী সাইরেন’ ধারাবাহিক নাটকে শ্যামল ভাদুড়ির লেখা ও ফরিদ আহমেদ’র সুর সঙ্গীতে রুনা লায়লা গেয়েছিলেন ‘অন্তবিহীন এই পথচলা’ গানটি। গানটি রুনা লায়লা’র ভীষণ প্রিয় একটি গান। তবে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা’র গাওয়া সর্বাধিক জনপ্রিয় গানগুলোই কাভার সং হিসেবে গেয়েছেন। ঐশী এক্ষেত্রে একটু ব্যতিক্রম। তিনি রুনা লায়লা’র গাওয়া এই গানটি পুনরায় সঙ্গীতায়োজন করেছেন ঐশী নিজেই। গতকাল গানটির ভিডিও’র কাজ শেষ করে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ও তার ফেসবুক পেজে গানটি প্রকাশ করেন। রুনা লায়লা’র প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন একটি গান নতুন করে সঙ্গীতায়োজন করে গাওয়া প্রসঙ্গে ঐশী বলেন, ‘ছোটবেলা থেকেই যাকে অনুসরণ করে আমার বেড়ে উঠা, বড় হয়ে উঠা, তিনি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম। তাকে অনুকরণ করাতো কোনভাবেই সম্ভব নয়। তাই তাকে অনুসরণ করেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। কখনো কোনদিন আয়োজন করে তার গান গাওয়া হয়ে উঠেনি। যেহেতু ১৭ নভেম্বর তার জন্মদিন, সেই উপলক্ষে নিজেই সঙ্গীতায়োজন করে গানটি গেয়ে তাকে জন্মদিনের শ্রদ্ধাঞ্জলী জানানোর চেষ্টা করেছি মাত্র। সারাবিশে^ তার কোটি কোটি অনুসারী। সেখানে আমি অতি ক্ষুদ্র একজন অনুসারী। তার গান গাওয়ার চেষ্টা আমার কাছে দু:সাহস। এই দু:সাহস করতে গিয়ে যদি কোন ভুল হয়ে যায় তিনি যেন আমাকে ক্ষমা করে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন