২০১৭’র চ্যানেল আই সেরাকন্ঠ চ্যাম্পিয়ন রাকিবা ইসলাম ঐশী গান এবং লেখাপড়া নিয়ে সমানতালে ব্যস্ত। কিছুদিন আগে সোহেল আরমানের লেখা ‘নীল আকাশে বসে’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছিলেন তিনি। সোহেল আরমান নির্দেশিত ‘হৃদয় আছে যার’ নাটকে গানটি ব্যবহৃত হয়েছে। তবে এরইমধ্যে ঐশী প্রথমবারের মতো একটি নজরুল সঙ্গীত গেয়েছেন। ‘আমার নয়নে নয়ন রাখি’ নজরুল সঙ্গীতটি এরইমধ্যে তার কন্ঠে রেকর্ড করা হয়েছে বলে জানান ঐশী। নতুন করে গানটির যন্ত্রানুষঙ্গ করেছেন বাসুদেব ঘোষ। গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গানটির প্রতি আমার অন্যরকম ভালোলাগা, ভালোবাসা, টান অনুভব করি। সেই ভালোবাসা থেকেই গানটি করা। আমি চেষ্টা করেছি, যথাযথভাবে গাইতে। আমাকে সহযোগিতা করেছেন বাসুদবে ঘোষ। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গানটি নতুন বছরের শুরুতে প্রকাশের ইচ্ছা আছে।’ বিভিন্ন অনুষ্ঠানে এর আগে নজরুল সঙ্গীত গাইলেই শ্রোতা দর্শকের জন্য এবারই প্রথম ঐশী নজরুল সঙ্গীত গাইলেন। চ্যানেল আই সেরা কন্ঠ’র চ্যাম্পিয়ন হবার পর বাসুদেব ঘোষের সঙ্গীতায়োজনে দুটি রবীন্দ্র সঙ্গীত গেয়েছিলেন ঐশী। একটি ‘তুমি কেমন করে গান করো হে গুনী’ এবং আরেকটি হচ্ছে ‘ও যে মানেনা মানা’। ঐশীর ভালোলাগে খায়রুল আনাম শাকিল, প্রিয়াংকা গোপ, হৈমন্তী শুক্লার কন্ঠের নজরুল সঙ্গীত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আওতাধীন ঐশী শাস্ত্রীয় সঙ্গীতে অনার্স করছেন। ঐশী বলেন, ‘গান গাওয়া নিয়ে কিংবা অ্যালবাম প্রকাশ নিয়ে আমার কোনরকম তাড়াহুড়া নেই। আমি একজন সত্যিকারের সঙ্গীতশিল্পীই হতে চাই। সেই হতে চাইতে গিয়ে যদি সময় লাগে, লাগবে। তাতে আমার কোন কষ্ট নেই। নিজেকে এদেশের একজন সত্যিকারের শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং আধুনিক ঘরানার শিল্পী হিসেবেও গড়ে তুলতে চাই। সবার সহযোগিতা নিয়েই গানের ভুবনে এগিয়ে যেতে চাই।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন