শুক্রবার , ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ১ রমজান ১৪৪৪ হিজিরী

বিনোদন প্রতিদিন

বিজয় দিবসে বৈশাখী টিভিতে নাটক সিনেমা গান

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। থাকছে নাটক, সিনেমা ও গান। মামুন আব্দুল্লাহর প্রযোজনায় দেশের গান ‘জন্মভূমি’ প্রচার হবে সকাল ৭.৪৫ মিনিটে। সকাল ৮.২৫ মিনিটে বৈশাখীর সকালের গান’ গান অনুষ্ঠানে দেশের গান গাইবেন এক ঝাক শিল্পী। এরা হলেন স্মরণ, প্রিয়াঙ্কা গোপ, মুহিন, লিজা, সঞ্চিতা দত্ত, রাজীব, চম্পা বনিক ও রেজাউল আলম। থাকছে এক নাটক দুই সিনেমা। সকাল ১১.০৪ মিনিটে প্রচার হবে একক নাটক ‘একাত্তরের পুতুল’। অভিনয় করেছেন মামুনুর রশীদ, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরী জুঁই প্রমুখ। এদিন যে দুটি সিনেমা প্রচার হবে তারমধ্যে, দুপুর ২.৪৫ মিনিটে ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা অভিনীত ‘সিপাহী’ এবং রাত ১২ টায় রয়েছে শাকিব খান, একা, মিজু আহমেদ অভিনীত ‘হুমকির মুখে’। রাত ৮ টায় ‘প্রিয় শিল্পীর সেরা গান’ অনূষ্ঠানে দেশের গান গাইবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী আপেল মাহমুদ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আযম খান, আলম আরা মিনু ও মাহমুদুজ্জামান বাবু। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল ইসলাম সুজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন