কক্সবাজার শহরের চিহ্নিত ‘মাদক ব্যবসায়ী’ জাহাঙ্গীর আলমের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ২শ’ পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। বুধবার (৯ জানুয়ারি) কক্সবাজার শহরের কলাতলী কাটাপাহাড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত জাহাঙ্গীর আলম কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার ফরিদ আলম ওরফে দারোয়ান ফরিদের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন। পরে পুলিশ মৃতদেহটি সনাক্ত করেন। এসময় ঘটনাস্থল থেকে ২শ’ পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন,‘ নিহত ব্যক্তি শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাকারি ও সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে, আধিপাত্য নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কক্সবাজার থানায় একটি মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন