বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

নগরীর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট। গতকাল শুক্রবার বিকেলে হেতমখাস্থ রেডক্রিসেন্ট স্কুল প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে কাতার রেডক্রিসেন্টের বাংলাদেশ প্রতিনিধি বাসাম খাদ্দাম দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সেক্রেটারী চৌধুরী সারওয়ার জাহান সজল, নির্বাহী সদস্য প্রফেসর নূরুল হোসেন চৌধুরী, ড. ফরিদা সুলতানা, প্রফেসর আব্দুস সালাম, ড. মাসুদুল হক মুক্তা, অ্যাডভোকেট জমসেদ আলী, রেডক্রিসেন্ট কর্মকর্তা মাহবুব এলাহী, ইউনিট লেবেল অফিসার বাকী বিল্লাহসহ রেডক্রিসেন্ট এর যুবসদস্যরা।গতকাল নগরীর তিনশত জন দুস্থদের মাঝে এ কম্বল দেয়া হয়। কাতার রেডক্রিসেন্ট এর প্রতিনিধি বাসাম খাদ্দাম বলেন, এবার তারা রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করছেন। তারই অংশ হিসাবে রাজশাহীতে কম্বল বিতরণ করা হলো।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন