কেনিয়ার রাজধানী নাইরোবির একটি বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলায় অন্তত ১৫ জন মারা গেছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বোইনেট সাংবাদিকদের জানান, বন্দুকধারীরা হোটেলের লবিতে ঢোকার আগে কার পার্কিংয়ে আত্মঘাতী বোমাও বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। পরে গুলি ছুড়তে ছুড়ে হোটেলে প্রবেশ করে।
হামলার পরপরই দেশটির সেনা, পুলিশসহ বেশ কয়েকটি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পুরো এলাকা ঘিরে ফেলে। সেনাবাহিনীর সশস্ত্র দল এবং অন্যান্যা বাহিনীর সশস্ত্র সদস্যরা হোটেলে প্রবেশ করে এবং প্রাণ নিয়ে ছুটতে থাকা হতভম্ব কর্মীদের ঘিরে ধরে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন