আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন হোটেলে জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে আফগানিস্তানে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। বিবৃতিতে নিরাপত্তাজনিত কারণে কাবুলের সেরেনা হোটেল ও সংলগ্ন এলাকায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার আহবান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের পক্ষ থেকেও আফগানিস্তানে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিদ্যমান নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ব্রিটিশ নাগরিকরা যেন কোনও হোটেলে না থাকেন; বিশেষ করে কাবুলে সেরেনার মতো অভিজাত হোটেলে। আল-আরাবিয়া, এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন