শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

মসনবী শরীফ

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ. | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ২:০২ এএম

কাব্যানুবাদ : রূহুল আমীন খান
১৪৩০. তুমিতো নিজের ’পরে করিতেছ নিজে আক্রমণ
ওই ধৃষ্ট দুর্বিনীত আহাম্মক সিংহের মতন।

১৪৩১. করে আত্মবিশ্লেষণ তাকালে সুস্থির করে মন
তোমার মানস চোখে নিজ দোষ দেখিবে তখন।

১৪৩২. এ তত্ত¡ বুঝিল সিংহ হলো কূপে পতিত যখন
সর্বনাশ হল তার আপনাকে ভেবে অন্য জন।

১৪৩৩. যে করে যুলুম বশে দুর্বলের দন্ত উৎপাটন
করে সে দারুন ভুল ওই দুষ্ট সিংহের মতন।

১৪৩৪. যে জন বেঢপ তিল চাচা-মুখে করে আবিষ্কার
নহে তা চাচার মুখে, সেই তিল নিজ মুখে তার।

১৪৩৫. এরূপ অমূল্য বাণী বলেছেন রাসূল আমীন
‘এক মুমিনের জন্য দর্পণ অপর মুমিন’।

১৪৩৬. কৃষ্ণনীল চশমায় ঢাকা তব যুগল নয়ন
তাই তুমি দেখিতেছ কৃষ্ণনীল নিখিল ভুবন।

১৪৩৭. না দেখে মোমেন যদি নূর দিয়ে স্বয়ং আল্লাহর
গায়েবের দৃশ্যাবলী কেমনে নয়নে ভাসে তার ?

১৪৩৮. অন্ধ নাহি হলে সদা ভাবিতেনা দোষী অন্য জনা
দেখিতে নিজের দোষ, নিজেকেই করিতে ভর্ৎসনা।
১৪৩৯. আল্লাহর নূরে নয়, তুমি দেখ নার*১ দিয়ে তার
তাই সাধ্য নাই তব ভাল-মন্দ ফরক বুঝার।

১৪৪০. ক্রমাগত আঁসু ঢেলে যাও তুমি ওহে শোকাতুর
ধীরে ধীরে অবশেষে ওই নার হয়ে যাবে নূর।

১৪৪১. ঢাল যদি ওগো প্রভু তোমার দয়ার নীর তবে
এই নার নিভে গিয়ে সব তবে নূরে নূর হবে।

১৪৪২. সমুদ্রের জলরাশি ওগো প্রভু তোমার অধীন
তোমার মুঠায় সব- অগ্নি পানি আকাশ যমীন।

১৪৪৩. তুমি যদি চাও প্রভু জ্বলন্ত আগুন হয় জল
তুমি যদি নাহি চাও হয় ঠান্ডা পানিও অনল।

১৪৪৪. অন্তরে চাওয়ার কাঙ্খা জাগ্রত হওয়াও তব শান
যুলুমে নিস্তার পাওয়া- সেও তব কৃপা দয়াবান।

১৪৪৫. প্রেরণা দিয়েছ মনে চাহিবার, না চাহিতে তাই
এতই করেছ দান যার কোন সীমা শেষ নাই।

১৪৪৬. দিয়েছ না চাহিতেই গোপন ভান্ডার বেশুমার
বিনা মূল্যে করিয়াছ এ জগতে প্রাণের সঞ্চার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন