ইংল্যান্ড যুবাদের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ১২০ রানে আটকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ বল বাকি রেখে ম্যাচ জিতেছে ৭ উইকেটে।
তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা নাগালের মধ্যে রাখতে পারে টাইগার যুবারা। নিজের প্রথম ওভারেই নেন দুই উইকেট। পরের ওভারে আরেকটি। নতুন বলে শুরুতেই তানজিসের এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ইংলিশরা। নতুন বলের আরেক বোলার রাকিবুল হাসানও উইকেট শিকারে যোগ দিলে ইংল্যান্ড ৩৬ রানে হারায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন হিল ও গোল্ডসওয়ার্থি। ৩৫ বলে ৩৪ রান করা হিলকে ফিরিয়ে জুটি ভাঙেন শামিম হোসাইন। এরপর ইংলিশরা শেষ দিকেও তুলতে পারেনি প্রতাশিত রান। দ্বিতীয় স্পেলে ফিরে সাকিব নেন আরও একটি উইকেট। ৩০ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা।
সহজ লক্ষ্যে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৫০ রান এনে দেন তানজিদ তামিম ও মাহমুদুল হাসান। ২২ বলে ২৮ করে ফেরেন তানজিদ। রান রেটের চাপ না থাকায় মাহমুদুল ঠাÐা মাথায় দলকে এগিয়ে নিয়েছেন ৫৪ বলে ৪৪ রান করে। তিনে নেমে পারভেজ হোসেন খেলেন ২৯ বলে ৩৩ রানের ইনিংস।
বিপিএলের কারণে বাংলাদেশ এই সিরিজে পাচ্ছে না নিয়মিত অধিনায়ক তৌহিদ হৃদয় ও মূল স্ট্রাইক বোলার বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। আগামীকাল থেকে শুরু হবে দুই দলের যুব ওয়ানডে সিরিজ।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১২০/৮ (হিল ৩৪, গোল্ডসওয়ার্থি ১৭, বল্ডারসন ১৬, স্মিড ১৫; রাকিবুল ১/২০, সাকিব ৪/৩০, শামিম ১/৩, রিশাদ ০/২১, আশরাফুল ০/২১, মৃত্যুঞ্জয় ১/২৬)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮.৫ ওভারে ১২৩/৩ (তামিম ২৮, মাহমুদুল ৪৪, পারভেজ ৩৩, শামিম ৬*, আকবর ৮*; হিল ২/১৩, হলম্যান ১/২৩)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা : তানজিম সাকিব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন