রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফের ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে যুবারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

তামিম ইকবালের নেতৃত্বে শ্রীলঙ্কায় সিরিজ হারের পর হোয়াইটওয়াশের শঙ্কা দেখছে বাংলাদেশ দল। ছেলেদের এমন হতাশার মাঝে টাইগার সমর্থকদের কিছুটা সান্ত¦না দিতে পারে নারী দল এবং অনূর্ধ্ব-১৯ দল। দু’দিন আগেই দক্ষিণ আফ্রিকান ইমার্জিং দলকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ মহিলা ইর্মার্জিং দল। আর ইংল্যান্ডকে ফের হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশি যুবারা।

গতপরশু স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে মাঝে ভারতের কাছে হেরে কিছুটা ব্যকফুটে চলে যায় রোববার চেতেলহেমে একই প্রতিপক্ষকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪২ রান করে ইংল্যান্ড অনূর্ধ্ব -১৯ দল। ২৪৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশি যুবারা জয় পেয়েছে ৯ বল হাতে রেখে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টম ক্লার্ককে হারায় ইংল্যান্ড। জ্যাক হেইন্সের সঙ্গে ৫৮ ও লুইস গোল্ডওয়ার্থির সঙ্গে ৮৫ রানের দুটি জুটিতে দলকে ২ উইকেটে ১৫১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান বেন চার্লসওয়ার্থ। গোল্ডসওয়ার্থিকে ফেরানোর পর ফিরতি ক্যাচ নিয়ে ৬৮ রানে চার্লসওয়ার্থকে থামান মৃত্যুঞ্জয়। এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি স্বাগতিকরা।

২৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। কিছুটা প্রতিরোধ গড়ে ফিরেন আরেক ওপেনার পারভেজ হোসেন। ৮০ রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যান মাহমুদুল ও হৃদয়। ৯ চার ও এক ছক্কায় মাহমুদুল ৮১ রান করে ফিরলে ভাঙে ১৩৬ রানের জুটি। এরপর শাহাদাত হোসেনকে নিয়ে দলকে জয় এনে দেন হৃদয়। ৯৩ বলে ৫ চারে ৭৫ রান করে অপরাজিত ছিলেন হৃদয়।

আজ এসেক্সে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন