সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

রাস্তা বেহাল

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অবস্থিত একটি বৃহৎ গ্রাম হলো বুড়িশ্বর; যেখানে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস। গ্রামের বুক ভেদ করে আছে একটি রাস্তা। এই রাস্তা দিয়েই সব মানুষের চলাচল। রাস্তাটির তিন ভাগের এক ভাগ পাকা হলেও বাকি দুই ভাগ ইটচাপা দেওয়া। পাকা রাস্তা ব্যতীত বাকি রাস্তার বেহাল দশা। এতে করে গ্রামবাসীর হয়রানির শেষ নেই। এতটাই বেহাল দশা যে, পাশে থাকা পুকুরের পানিতে রাস্তা ভরপুর। দেখে মনে হয়, এটা রাস্তা নয় বরং পুকুরেরই অংশ। এ কারণে রাস্তার একপাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। ছাত্রছাত্রীরাও এ রাস্তা দিয়ে বিদ্যালয়ে যায়। অনেক ছেলেমেয়ে এ সাঁকো পার হতে না পেরে বাড়ি ফিরে যায়। গ্রামের একদল তরুণ স্বউদ্যোগে মাঝেমধ্যে রাস্তা মেরামতের খানিক কাজ করলেও কিছুদিন পর আবার একই রকম হয়ে যাচ্ছে। রাস্তার পানি নিস্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। তাই গ্রামের মধ্যপাড়া, বাঘাবাড়ী ও চকবাজার সংলগ্ন রাস্তায় সব সময় পানি জমেই থাকে। তাই অনতিবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহরিয়ার কাসেম
ব্রাহ্মণবাড়িয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন